ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য - স্বেচ্ছাসেবীদের সভায় বন...উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমাদেরজাগরণ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত আমাদেরজাগরণ লেবাননে জাতিসংঘ টহলদলের ওপর হামলার ঘটনায় ছয়জন গ্রেপ্তার আমাদেরজাগরণ কেবল ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না...আদিলুর আমাদেরজাগরণ সরকার দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছেন আমাদেরজাগরণ শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর হোসাইন কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি দুই কর্মকর্তা প্রত্যাহার দুর্নীতিবাজ রাহুল বহাল তবিয়তে আমাদেরজাগরণ ০৮ ডিসেন্বর 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের' আত্বপ্রকাশ হচ্ছে আমাদেরজাগরণ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: গোলাবর্ষণ ও সংঘর্ষ আমাদেরজাগরণ জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হতাশায় ভোগা তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে: প্রধান উপদেষ্টা
প্রকাশ : রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০১:৫৯:০০ পিএম
রিপোর্টার:
Amader Jagaran_2025-08-31-68b401565e92d.jpg

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থাড (এসএএইচআর) একটি প্রতিনিধিদল।

 

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ড. ইউনূস বলেন, যারা এক সময় হতাশায় ভুগেছিল, তারাই এখন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা সব স্তরে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সংস্কার কমিশনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, নীতি প্রণয়নসহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদেরকে পথপ্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এটি শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন এসএএইচআর-এর সহ-সভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানের মানবাধিকার কর্মী সারুপ ইজাজ, শ্রীলঙ্কার দীকশ্য ইলাঙ্গাসিংহে ও অনুশায়া কল্লুরে এবং বাংলাদেশের সাঈদ আহমেদ। এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ উপস্থিত ছিলেন।

রশ্মি গোস্বামী বলেন, এ মুহূর্ত শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি রূপান্তরমূলক সময়। আমরা এখানে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকারের প্রশংসা করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণ করার জন্য সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝