সংবাদ শিরোনাম: |
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যুদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এতে কয়েকজন জুলাই যুদ্ধা আহত হয়।
১৭ অক্টোবর (শুক্রবার) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্টান মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধা দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের খাওয়ার গাড়ির উপর ও হামলা চালায় ।পুলিশ তাদের ধাওয়া করে লাঠিপিটা করে টিয়ার সেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়।
এর প্রতিবাদে জুলাই যোদ্ধারা সাংবাদিক দের বলেন আমাদের ০৩ দফা দাবি বাস্তবায়নের আগামী রোববার দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত সকল জেলা শহরের মহাসড়ক অবরোধ থাকবে।
জুলাই যুদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল জুলাই যুদ্ধারা ও দেশের সকল জনগণের অংশগ্রহন কামনা করছি।
যদি আমরা আমাদের রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি তবে ভবিষ্যতে আর বিপ্লবী রাষ্ট্রের জন্ম নিবে না। ৩ দফা দাবির ,জুলাই শহীদ যোদ্ধাদের "জাতীয় বীর"আহতদের দের "বীর" উপাধি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
জুলাই শহীদ এবং আহত পরিবারদের পূর্ণবাসনের নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে। দায়মুক্তি দিয়ে আমাদের জন্য সুরক্ষা আইন করতে হবে। যাতে আমাদের বিরুদ্ধে অপরাধ মূলক কর্মকাণ্ড প্রমাণ না হওয়া পর্যন্ত হয়রানি করা না হয়।
মাসুদ বলেন আমাদের জুলাই যুদ্ধাদের কে সারাদেশে হয়রানি করা হচ্ছে। জুলাই যুদ্ধারা বলছেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাব।