ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত আমাদেরজাগরণ লেবাননে জাতিসংঘ টহলদলের ওপর হামলার ঘটনায় ছয়জন গ্রেপ্তার আমাদেরজাগরণ কেবল ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না...আদিলুর আমাদেরজাগরণ সরকার দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছেন আমাদেরজাগরণ শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর হোসাইন কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত আমাদেরজাগরণ সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি দুই কর্মকর্তা প্রত্যাহার দুর্নীতিবাজ রাহুল বহাল তবিয়তে আমাদেরজাগরণ ০৮ ডিসেন্বর 'জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের' আত্বপ্রকাশ হচ্ছে আমাদেরজাগরণ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: গোলাবর্ষণ ও সংঘর্ষ আমাদেরজাগরণ জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আমাদেরজাগরণ আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুই দিন পর,
১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা শহীদ বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ফজলে রাব্বি লাশ
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:৫০:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:২৬:৪৬ পিএম
আ জা ডেক্স:
Amader Jagaran_2025-09-24-68d3e2ec5518f.jpg

মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুই দিন পর, ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা হয় এক বিভৎস লাশ।

চোখ উপড়ে ফেলা, সারা শরীরে বেয়নেটের আঘাত, হাত বাঁধা, হৃদপিণ্ড-কলিজা ছিন্নভিন্ন—এভাবেই শহীদ হন বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ফজলে রাব্বি। ঢাকা মেডিকেলের সেরা ছাত্র ফজলে রাব্বি ১৯৬২ সালে লন্ডনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স থেকে এমআরসিপি অর্জন করেন, তাও একসঙ্গে দুই বিষয়ে—ইন্টারনাল মেডিসিন ও কার্ডিওলজিতে।

তিনি অল্প বয়সেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন গবেষণায়, আর ১৯৭০ সালে মনোনীত হন পাকিস্তানের সেরা অধ্যাপক পুরস্কারের জন্য। কিন্তু বাংলার মানুষের প্রতি ভালোবাসায় তিনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ঢাকা মেডিকেলেই আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেন, নিজের গাড়ি ব্যবহার করেন মুক্তিযোদ্ধাদের সহায়তায়। তাঁর স্ত্রী জাহানারা রাব্বিও মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি স্ত্রীকে বলেছিলেন—“ভুলে যেও না, ওরাও মানুষ; স্বাধীন বাংলাদেশে তাদেরও থাকতে দেবে।”

১৫ ডিসেম্বর বিকেলে পাকিস্তানি সেনা ও আলবদরেরা তাঁকে বাড়ি থেকে তুলে নেয়। তিন দিন পর পাওয়া যায় তাঁর নির্মমভাবে ক্ষতবিক্ষত দেহ। মাত্র ৩৯ বছর বয়সেই হারিয়েছিল বাংলাদেশ তার এক অনন্য মেধাবী সন্তানকে—যিনি হয়তো হতে পারতেন স্বাধীন বাংলাদেশের প্রথম নোবেলজয়ী চিকিৎসা বিজ্ঞানী।

তবুও তিনি চিরজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, ইতিহাসে, আর স্বাধীনতার স্বপ্নে। জন্মদিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি শহীদ অধ্যাপক ডা. ফজলে রাব্বিকে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝