| সংবাদ শিরোনাম: |
সমন্বয় পরিচয়ে উত্তরায় এক ব্যবসায়ীর বাসায় প্রবেশ করে ভয়ভীতির মাধ্যমে ১০ লাখ টাকা চাদা দাবি করে।
পুলিশ বহুল আলোচিত সেই শাহরিয়া আক্তার তমা সহ ০৩ জন সমন্বয়কে গ্রেপ্তার করেন।গ্রেফতার কৃত এই তমা ২৫ আগস্ট বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সেগুন বাগিচা বাসার সামনে স্লোগান দিচ্ছিলেন ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে।
বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে বিএনপি ৩ মাসের জন্য সদস্য পদ স্হগিত করেছিলেন। এই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনকারী এই ফাহরিয়া নিজেই চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে গেলেন।
পুলিশ সূএে জানাযায় গ্রেফতার কৃত আরো এম নোমান রেজা,ও তানজিল হোসেন। পুলিশ বলছেন এরা ঐ ব্যবসায়ী কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে এই চাঁদাবাজিতে শামিল হল। গত বৃহস্পতিবার রাতে এদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পুলিশ বলছেন এই তিনজনের বিরুদ্ধে আরো বহু চাঁদাবাজির অভিযোগ পুলিশের হাতে রয়েছে। পুলিশ এসব অভিযোগ তদন্ত করছেন প্রাথমিকভাবে তদন্তে অভিযোগ পাওয়া গেছে। এই তিনজন সমন্বয় পরিচয়ে দেলোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা নেন।বাকি টাকা শুক্রবার বিকেলের মধ্যে দিতে নানা ধরনের হুমকি দেন।ব্যবসায়ী দেলোয়ার পরে থানায় এসে মামলা করেন।
পুলিশ মামলা পেয়ে অতিদ্রুত তদন্তে নামেন এবং আসামীদের বিভিন্ন স্হান থেকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ তাদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেন। জানা যায় উত্তরা এলাকায় এদের বিরুদ্ধে চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে। এরা বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মামলার দিয়ে মামলা উঠে নেওয়ার কথা বলে চাঁদা দাবি করত। পুলিশের কাছে স্বীকার করে এরা জানান ২লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাদা দাবি করতেন তারা।