ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে...তারেক রহমান আমাদেরজাগরণ দেশ বদলাতে থ্রি জিরো থিওরি আদর্শ মডেল...চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমাদেরজাগরণ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন...সিইসি আমাদেরজাগরণ প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার আমাদেরজাগরণ আলু চাষিদের ভর্তুকি দেওয়ার বিষয় বিবেচনা করছে সরকার...কৃষি উপদেষ্টা আমাদেরজাগরণ বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য - স্বেচ্ছাসেবীদের সভায় বন...উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমাদেরজাগরণ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত আমাদেরজাগরণ লেবাননে জাতিসংঘ টহলদলের ওপর হামলার ঘটনায় ছয়জন গ্রেপ্তার আমাদেরজাগরণ কেবল ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না...আদিলুর আমাদেরজাগরণ সরকার দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছেন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সমন্বয় পরিচয় চাঁদাবাজি বহুল আলোচিত পাহরিয়া সহ তিনজন আটক
প্রকাশ : রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৩৭:০০ পিএম , আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ০১:০৭:০৬ পিএম
এস এম মিজান:
Amader Jagaran_2025-09-14-68c6635f77022.jpg

সমন্বয় পরিচয়ে উত্তরায় এক ব্যবসায়ীর বাসায় প্রবেশ করে ভয়ভীতির মাধ্যমে ১০ লাখ টাকা চাদা দাবি করে।

পুলিশ বহুল আলোচিত সেই শাহরিয়া আক্তার তমা সহ ০৩ জন সমন্বয়কে গ্রেপ্তার করেন।গ্রেফতার কৃত এই তমা ২৫ আগস্ট বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সেগুন বাগিচা বাসার সামনে স্লোগান দিচ্ছিলেন ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে।

বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে বিএনপি ৩ মাসের জন্য সদস্য পদ স্হগিত করেছিলেন। এই বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনকারী এই ফাহরিয়া নিজেই চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে গেলেন।

পুলিশ সূএে জানাযায় গ্রেফতার কৃত আরো এম নোমান রেজা,ও তানজিল হোসেন। পুলিশ বলছেন এরা ঐ ব্যবসায়ী কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে এই চাঁদাবাজিতে শামিল হল। গত বৃহস্পতিবার রাতে এদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পুলিশ বলছেন এই তিনজনের বিরুদ্ধে আরো বহু চাঁদাবাজির অভিযোগ পুলিশের হাতে রয়েছে। পুলিশ এসব অভিযোগ তদন্ত করছেন প্রাথমিকভাবে তদন্তে অভিযোগ পাওয়া গেছে। এই তিনজন সমন্বয় পরিচয়ে দেলোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা নেন।বাকি টাকা শুক্রবার বিকেলের মধ্যে দিতে নানা ধরনের হুমকি দেন।ব্যবসায়ী দেলোয়ার পরে থানায় এসে মামলা করেন।

পুলিশ মামলা পেয়ে অতিদ্রুত তদন্তে নামেন এবং আসামীদের বিভিন্ন স্হান থেকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ তাদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেন। জানা যায় উত্তরা এলাকায় এদের বিরুদ্ধে চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে। এরা বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মামলার দিয়ে মামলা উঠে নেওয়ার কথা বলে চাঁদা দাবি করত। পুলিশের কাছে স্বীকার করে এরা জানান ২লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাদা দাবি করতেন তারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝