| সংবাদ শিরোনাম: |
অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করলেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি পদে হয়েছেন স্বতন্ত্র প্রাথী' আবদুর রশীদ জিতু। জি এস পদে জয় পেলেন ইসলামি ছাএশিবিরের মাজহারুল ইসলাম।
২৫ টি পদের মধ্যে ২১টি পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ছাত্রশিবিরের এজিএস পদে ফেরদৌস আল হাসান এবং এ জিএস( ছাএী)পদে আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন।জাকসু নিবা'চনে ১১হাজার ৭৪৩ জনের মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন এবং ছাএী ভোটার ৫ হাজার ৭২৮ জন।ভোট পড়েছে ৮হাজার ৩টি,এটি মোট ভোটারের প্রায় ৬৮শতাংশ বলছেন নির্বাচন কমিশনার। এবার জাকসুর ২৫ টি পদে প্রতিদ্বন্দিতা করেছেন ১৭৭ জন প্রার্থী ।
এতে বিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন,এজিএস পদে ১০ জন, নারী এ জি এস পদে ৬ জন অংশগ্রহন করেন। এছাড়া হল সংসদে লড়েছেন ৪৪৫ প্রাথী'। জাকসুর নবনির্বাচিত ভিপি সাংবাদিক দের বলেন বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনীতি চর্চা বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছি।তিনি বলেন আমাদের একমাএ উদ্দেশ্য ছাএছাএী কল্যাণে কাজকরা। ভোটের কারচুপি অভিযোগ তুলে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন থেকে সরে দাঁড়ান। এদিকে বিভিন্ন ছাত্র সংগঠন বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে কার চুপির কোন সুযোগ নাই।
নির্বাচন কর্মকর্তারা বলছেন দীর্ঘ ৩৩ বছর পর সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি এটাই সফলতা। ভোট গণনা ধীর গতি হওয়াতে দীর্ঘ সময় লেগে যাওয়াতে বিভিন্ন মহল থেকে অসন্তোষ দেখা দিয়েছিল।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজন্য দুঃখ প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ বলছেন আমাদের পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে এমনটা হয়েছে এজন্য আমরা দুঃখিত।